ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতীয় বিমানবাহিনীর দুই যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রকাশিত: ১৩:২১, ২৮ জানুয়ারি ২০২৩

ভারতীয় বিমানবাহিনীর দুই যুদ্ধবিমান বিধ্বস্ত

দুই যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতের মধ্যপ্রদেশে বিমানবাহিনীর দুইটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুইটি যুদ্ধবিমানই গোয়ালিয়র বিমানবাহিনীর ঘাঁটি থেকে উড্ডায়ন করা হয়। এরই মধ্যে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

 তবে হতাহতের খবর এখনো জানা যায়নি। দেশটির মধ্যপ্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদেনে তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সুখোই সু-৩০ ও মিরাজ ২০০০ হাজার মডেলের যুদ্ধবিমান দুইটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। জানা গেছে, সু-৩০ যুদ্ধবিমানটিতে দুইজন পাইলট ছিল। অন্যটিতে ছিল একজন পাইলট।

এদিকে একটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, যুদ্ধবিমান দুইটির মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়েছিল কি না তা জানতে বিমানবাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এর আগে গত বছরের ২৮ জুলাই দিনগত রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় দেশটির বিমান বাহিনীর একটি মিগ-২১ নামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দুই পাইলট নিহত হয়েছিলেন।

তাসমিম

×