ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

এবার পেন্সের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ২৫ জানুয়ারি ২০২৩

এবার পেন্সের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার

মাইক পেন্সের বাড়ি থেকে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার গোপন নথি উদ্ধার করা হলো যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি থেকে। সরকারের শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের বাড়িতে গোপন কাগজপত্র খুঁজে পাওয়ার সর্বশেষ ঘটনা এটি। খবর বিবিসির।
এর আগে তিন ধাপে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে বেশকিছু গোপন নথি উদ্ধারের ঘটনা ঘটে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
খবরে বলা হয়েছে, গত সপ্তাহে মাইক পেন্সের ইন্ডিয়ানার বাড়িতে একজন আইনজীবী ওই নথিগুলো আবিষ্কার করেন। পরে সেগুলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কাছে হস্তান্তর করা হয়।
বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে এর আগেও এমন গোপন নথি উদ্ধার করা হয়েছিল।

×