
.
ভিটামিন সি সমৃদ্ধ ফল আনারস। ফলটি ভিটামিন সি ছাড়াও এন্টি অক্সিডেন্ট এবং মিনারেলে সমৃদ্ধ। শীতের সময় দারুণ উপকারী ফল এটি। তবে পৃথিবীতে এমনও আনারস রয়েছে যেগুলোর দাম অনেক বেশি। সেগুলোরই একটি হলো হ্যালিগান আনারস। ইংল্যান্ডের এ আনারসের একেকটির দাম ১ হাজার ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় যা ১ লাখ ২৫ হাজার টাকারও বেশি। উৎপাদন করে হ্যালিগান পাইনাপেল নামের একটি সংস্থা। আনারসটি উৎপাদন এবং এর পেছনে যে শ্রম দিতে হয় সেটি বিবেচনা করেই এটির এমন উচ্চমূল্য।-বিবিসি