ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় সরকারি অফিসে হামলা ॥ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ৫ ডিসেম্বর ২০২২

সিরিয়ায় সরকারি অফিসে হামলা ॥ নিহত ২

সিরিয়ায় সরকারি অফিসে বিক্ষোভকারীদের আগুন

অর্থনৈতিক পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতির জেরে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুইদাতে গভর্নরের অফিসে হামলা চালিয়েছেন শত শত বিক্ষোভকারী। সোমবার ওই অফিসে হামলা চালিয়ে ভবনের একাংশে আগুন ধরিয়ে দিয়েছেন তারা। এ সময় সেখানে গুলি বিনিময়ে অন্তত দুইজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। দ্রুজ-সংখ্যাগরিষ্ঠ সুইদা শহরের কেন্দ্রে ভবনটির চারপাশে দুই শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন।

এ সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের আহ্বান জানিয়ে স্লোগান দেন তারা। নিত্যপ্রয়োজনীয় পণ্য-সামগ্রীর অসহনীয় দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করায় তারা এই বিক্ষোভ করছেন বলে জানিয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দশ হাজার বহিরাগত গভর্নরের অফিসে হামলা চালিয়ে নথি ও সরকারি বিভিন্ন ধরনের কাগজপত্র পুড়িয়ে দিয়েছেন। -আলজাজিরা

×