ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রানির শেষকৃত্যের অনুষ্ঠান লাইভ করতে করতে ঘুমিয়ে পড়লেন সাংবাদিক!

প্রকাশিত: ১৬:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৭:০৪, ২১ সেপ্টেম্বর ২০২২

রানির শেষকৃত্যের অনুষ্ঠান লাইভ করতে করতে ঘুমিয়ে পড়লেন সাংবাদিক!

এভাবেই ঘুমিয়ে পড়েন সাংবাদিক।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বিশ্ব জুড়ে সব স‌ংবাদমাধ্যমের খবরের শিরোনামে কেবলই রানির নাম। তার শেষকৃত্যের টানা ১৪ ঘণ্টা কভারেজ করতে করতে ঘুমিয়েই পড়লেন এক সাংবাদিক। তিনি হলেন অস্ট্রেলিয়ার এক টিভি চ্যানেলের সঞ্চালক এলিসন ল্যাঙ্গডন।

রানির শেষকৃত্যের লাইভ টেলিকাস্ট চলাকালীন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন, আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে এখন নেটমাধ্যমে ভাইরাল।

গত সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রানিকে চিরবিদায় জানাতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জড়ো হয়েছিলেন একাধিক দেশের রাষ্ট্রনেতা, রাজা। ছিল দু’হাজারেরও বেশি অতিথি-অভ্যাগতের ভিড়। এলিসন অস্ট্রেলিয়ান টিভি চ্যানেলের সকালের অনুষ্ঠান টুডের জন্য রানির শেষকৃত্যের অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন। তার দীর্ঘ ১৪ ঘণ্টার শিফ্‌টের শেষে তিনি যখন একটি ভাঁজ করা জ্যাকেটের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন, তখন সেই ঘটনা ক্যমেরাবন্দি হয়ে যায়।

এলিসনের ভক্তরা সেই ছবিগুলি নেটমাধ্যমে শেয়ার করেছিলেন। পরদিন এলিসন নিজেই সেই ছবি রি-শেয়ার করে লেখেন, ‘১৪ ঘণ্টা শিফ্‌টের পর সবই মেনে নেওয়া যায়!’

নিজের আগের পোস্টে এলিসন লেখেন, ‘বাকিংহাম প্যালেসে এসে রানি এলিজাবেথের শেষকৃত্যের সাক্ষী থাকা সত্যিই সৌভাগ্যের বিষয়।’

এমএইচ

×