ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

এএফপি

প্রকাশিত: ২১:২৫, ১৭ আগস্ট ২০২২

ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

সাগরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া

সাগরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উক্ষেপণ করেছে উত্তর কোরিয়াদক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের দাবি, চলতি মাসের শুরুতে এটাই পিয়ংইয়ংয়ের প্রথম অস্ত্র পরীক্ষাবুধবার নাম প্রকাশ না করা শর্তে এক সামরিক কর্মকর্তা ইয়োনহাপ নিউজ এজেন্সিকে বলেন, দক্ষিণ পিয়ংগান প্রদেশের অনচনের পশ্চিম সাগরে বুধবার সকালে উত্তর কোরিয়ার দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছিএর আগে গত ১০ জুলাই শেষ বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়াসে সময় একাধিক রকেট লঞ্চার উক্ষেপণ করা হয়অপরদিকে গত জানুয়ারিতে শেষ বার ক্রুজ ক্ষেপণাস্ত্র উক্ষেপণ করে পিয়ংইয়ং। -এএফপি

×