ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

৪০০ কোটি ডলার নিয়ে লাপাত্তা

সিএনএন

প্রকাশিত: ২০:৫২, ২ জুলাই ২০২২

৪০০ কোটি ডলার নিয়ে লাপাত্তা

ইগনাতোভা

ওয়ান কয়েননামের একটি ভুয়া ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রায় ৪০০ কোটি ডলার হাতিয়ে নিয়েছেন রুজা ইগনাতোভা নামের এক নারীমার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এই নারীকে ক্রিপ্টোকুইনআখ্যা দিয়ে মোস্ট ওয়ান্টেড ১০ পলাতক আসামির তালিকায় তার নাম যুক্ত করেছে২০১৭ সালের অক্টোবরে আচমকা গায়েব হয়ে যান ক্রিপ্টোকুইনতারপর থেকে হন্যে হয়ে খুঁজেও তাকে ধরতে পারেনি এফবিআইতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে মার্কিন এই গোয়েন্দা সংস্থাবৃহস্পতিবার এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় ঢুকে পড়েছেন তিনি-সিএনএন

×