
অনলাইন ডেস্ক ॥ ব্রিটিশ রাজ দম্পতি ডিউক ও ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল ফিজি সফরে এলে সর্বস্তরের শত শত মানুষ তাদের স্বাগত জানায়। তবে পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে তারা ফিজ ত্যাগ করেছেন।
এর আগে মঙ্গলবার তারা নওসুরি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে ফিজির প্রধানমন্ত্রী ভরেক বাইনিমারামা ও তার পত্নী মেরি বাইনিমারামা এবং সরকারী কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
ফিজি সফরে নিরাপত্তা ঝুঁকি দেখা দেওয়ায় সফর সংক্ষিপ্ত করে তারা ফিজি ত্যাগ করেন।
ভ্রমণে প্রথাগত আনুষ্ঠানিকতা শেষে এই দম্পতি রাষ্ট্রীয় ভবন বরুন হাউসে যান। সেখানে দেশটির প্রেসিডেন্ট জিওজি কনরতের সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে। পরে তারা প্রেসিডেন্ট আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন।
ব্রিটেনের বাইরে এই রাজ দম্পতির ১৬ দিনে কমনওয়েলথভুক্ত চারদেশ সফরের কথা রয়েছে। ইতোমধ্যে তারা অস্ট্রেলিয়া সফর করেন। এরপর তারা টোঙ্গা ও নিউজিল্যান্ড যাবেন।