ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতে বজ্রপাতে ৪০ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩:৩০, ৩০ মে ২০১৮

ভারতে বজ্রপাতে ৪০ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খ- রাজ্যের বিভিন্ন অংশে বজ্রঝড় ও বজ্রপাতের আঘাতে ৪০ ব্যক্তি মারা গেছেন। সোমবারের এসব ঘটনায় নিহতদের মধ্যে ১৯ জন বিহারে এবং ১২ জন প্রতিবেশী ঝাড়খান্ডে মারা গেছেন বলে জানিয়েছে এনডিটিভি। বজ্রপাতে ঝাড়খ-ে আরও ২৮ জন আহত হয়েছেন। উত্তর প্রদেশের উন্নাও, কানপুর ও রেবরেলি জেলায় বজ্রঝড়ে ও বজ্রপাতে নয় জন মারা গেছেন। সোমবার রাতে উন্নাওতে বজ্রপাতে পাঁচ জন নিহত ও চার জন আহত হন বলে জানিয়েছেন মুখ্যসচিব অভিনিশ আওয়াস্থি। পাশাপাশি বজ্রপাতে কানপুরে দুই জন ও রেবরেলিতে আরও দুই জন নিহত হন বলে জানিয়েছেন তিনি। আঞ্চলিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশের মধ্য ও পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও ধূলিঝড় হতে পারে বলে জানানো হয়েছে। চলতি মাসের প্রথমদিকে ভারতের কয়েকটি রাজ্যজুড়ে ব্যাপক বজ্রঝড়ে ১৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছিলেন।
×