ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ব্রিটেন-ইইউ ব্রেক্সিট আলোচনা চূড়ান্ত পর্যায়ে

প্রকাশিত: ০৩:৩৩, ৫ ডিসেম্বর ২০১৭

ব্রিটেন-ইইউ ব্রেক্সিট আলোচনা চূড়ান্ত পর্যায়ে

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ব্রেক্সিট চুক্তি কার্যকরের শর্তাবলী নিয়ে আলোচনার জন্য সোমবার ব্রাসেলসে ইউরোপীয় কমিশন প্রধান জাঁ ক্লদ জাঙ্কারের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। বেশ কয়েক মাসের উত্তেজনাপূর্ণ কথাবার্তা ও যোগাযোগের পর এক চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। তবে উভয় পক্ষের মধ্যে অনুষ্ঠিত এই আলোচনার বিশেষত্ব হচ্ছে যে, এবারে সিদ্ধান্তে পৌঁছার জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে, সোমবারের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হলে আগামী ১৫ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বাণিজ্য সম্পর্কিত শীর্ষ সম্মেলনে যোগদান করা ব্রিটেনের পক্ষে সম্ভব হবে না। তবে সোমবারের বেঁধে দেয়া এই সময়সীমা সম্পর্কে ব্রিটেন তার আপত্তির কথা জানিয়েছে। কারণ অনেকগুলো জটিল বিষয় ইতোমধ্যেই ব্রিটেন ও ইইউ আলোচকদের সামনে এসে দাঁড়িয়েছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে ব্রিটেনে অবস্থানরত ৩০ লাখ ইউরোপীয় নাগরিকের স্বার্থ রক্ষার জন্য ইইউ প্রণীত আইনের প্রয়োগ উত্তর ও দক্ষিণ আয়ারল্যান্ড কেন্দ্রিক সীমান্ত পারাপার সমস্যা এবং ইউরোপীয় ইউনিয়নকে প্রদেয় ৫৩ থেকে ৬৩ বিলিয়ন ডলারসহ আরও কিছু বিষয়। এসব বিষয়ের সমাধান সময় সাপেক্ষ, তাই আলোচনা সপ্তাহের শেষ দিন পর্যন্ত গড়াতে পারে বলে টেরেসা মে’র এক মুখপাত্র জানিয়েছেন। অন্যদিকে ইইউর একজন সিনিয়র কূটনীতিক বলেছেন, ‘সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছা কঠিন হলেও অসম্ভব কিছু নয়।’ সোমবারের এই আলোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সহায়তা করছেন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস এবং প্রধানমন্ত্রীর ব্রেক্সিট বিষয়ক উপদেষ্টা অলি রবিনস। অন্যদিকে জাঁ ক্লদ জাঙ্কারকে সহায়তা করছেন ইইউর ব্রেক্সিট সংক্রান্ত আলোচক মিশেল বার্নিয়ার ও জাঙ্কারের প্রধান সহযোগী মার্টিন সেলমাইর। আলোচনা শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে, ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের সঙ্গেও সাক্ষাত করবেন। এএফপি।
×