ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিলেন

প্রকাশিত: ০৫:২৬, ২৫ নভেম্বর ২০১৭

কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিলেন

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে সোরনবাই জিনভিকভ শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। জিনভিকভ (৫৯), বিদায়ী প্রেসিডেন্ট আলমাজবেক আতামবাবেকের ঘনিষ্ঠ সহযোগী। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকালে দেশের একতা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এএফপি। ক্ষমতা গ্রহণের সময়টিকে স্মরণীয় করে রাখতে সামরিক বাহিনী বিশাল শব্দে ৬০ লাখ লোকের মুসলিম অধ্যুষিত দেশটির রাজধানী বিসকেকে কামান দাগানো হয়। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশটির দু’জন প্রেসিডেন্ট ইতিপূর্বে ২০০৫ ও ২০১০ সালে বিদ্রোহের নোষানলে পড়ে ক্ষমতা হারান। ২০১০ সালে বিদ্রোহের সময় দেশটিতে জাতিগত সহিংসতায় কয়েক শ’ লোক নিহত হয়।
×