ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা: রাশিয়া কেন এত উদ্বিগ্ন?

প্রকাশিত: ১৫:১০, ১৬ এপ্রিল ২০২৪

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা: রাশিয়া কেন এত উদ্বিগ্ন?

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

ইসরায়েলে ইরানের হামলার পর ইসরায়েল পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তাই এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে মধ্যপ্রচ্যের দেশগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। আরও হামলা-পাল্টা হামলায় কারোরই স্বার্থ নেই। সব ধরনের সমস্যা রাজনৈতিক ও কূটনৈতিক চ্যানেলে সমাধানের তাগিদ দেন তিনি।

এর আগে সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার নিন্দা জানায় মস্কো। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক জোরালো হয়েছে।

তাছাড়া নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আরও হামলা পাল্টা হামলার মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার বিরুদ্ধে সতর্ক করেন।

বৈঠকে কথার লড়াইয়ে জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল। দুপক্ষই একে অপরকে শান্তির জন্য হুমকি বলে অভিযোগ করে।

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে গত শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এক রাতেই ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

সূত্র: আল-জাজিরা

তাসমিম

×