ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

গোয়েন্দা প্রধানের স্ত্রীকে বিষ প্রয়োগ

প্রকাশিত: ১৫:০৮, ২৯ নভেম্বর ২০২৩

গোয়েন্দা প্রধানের স্ত্রীকে বিষ প্রয়োগ

ছবি: সংগৃহীত।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধানের স্ত্রীর শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে। তাকে একটি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

স্থানীয় সময় মঙ্গলবার জিইউআরের মুখপাত্র আন্দ্রি ইউসভ এ তথ্য জানিয়েছেন। 

ইউসভ জানান, গোয়েন্দা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানভের (৩৭) স্ত্রী মারিয়ানা বুদানভার  (৩০) শরীরে ভারী কোনো ধাতু দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে। এছাড়া বাহিনীর আরও বেশ কয়েকজন সদস্যের মধ্যে বিষক্রিয়ার হালকা লক্ষণ দেখা গেছে।

আরও পড়ুন : কাশ্মীরে ভারতের হার উদযাপন, আটক ৭ শিক্ষার্থী 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, মারিয়ানার শরীরে যে পদার্থ প্রয়োগ করা হয়েছে তা প্রাত্যহিক জীবনে বা সামরিক অভিযানে ব্যবহৃত হয় না। মারিয়ানার শরীরে যে ভারী ধাতু দিয়ে বিষয় প্রয়োগের কথা সন্দেহ করা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই ঘটনার পেছনে রাশিয়ার কোনো হাত রয়েছে কি না তা ইউক্রেনের কোনো গণমাধ্যমের খবরে বলা হয়নি।

খবর বিবিসির। 

টিএস

×