ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ইসরাইলি আগ্রাসন চলছেই

গাজায় মসজিদে বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৭, ৩০ এপ্রিল ২০২৫

গাজায় মসজিদে বিমান হামলা

গাজার একটি এলাকায় বিমান হামলা চালায় ইসরাইল

গাজার মধ্যাঞ্চলে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরের আল ফারাজ মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বুধবারের এ হামলায় এতে বেশ কয়েক ফিলিস্তিনি আহত হয়েছেন এবং মসজিদটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি বিমান হামলায় মসজিদটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং বিপুলসংখ্যক বেসামরিক লোক আহত হয়েছেন। আহতদের নুসেইরাতের আল আওদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছ। তবে এ বিষয়ে কোনো অতিরিক্ত তথ্য দিতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। খবর আনাদোলু এজেন্সির।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে উপত্যকাজুড়ে মসজিদ এবং গির্জাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে চলেছে দখলদার ইসরাইল। গাজার ধর্ম মন্ত্রণালয় গত ফেব্রুয়ারিতে ঘোষণা করেছিল, ইসরাইলি সেনাবাহিনী ১২৪৪টি মসজিদের মধ্যে ১১০৯টি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করে দিয়েছে।

এদিকে ইসরাইলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স তথা কৌশলগত বিষয়াদি সম্পর্কিত মন্ত্রী রন ডার্মার বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে আগামী বছরের মধ্যে ইসরাইলের স্পষ্ট বিজয় দিয়ে শেষ হবে। তিনি আরও বলেছেন, এই বিজয় হবে শান্তির দরজা খুলে দেওয়ার এবং আব্রাহাম চুক্তির অধীনে আরব দেশগুলোর সঙ্গে বিশেষ করে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের মূল চাবিকাঠি। রন ডার্মার বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি দুর্বলতা থেকে আসে না বরং বিজয় থেকে আসে।

রিয়াদের সঙ্গে সম্পর্কের রাস্তা রাফাহের মধ্য দিয়ে গেছে। দক্ষিণ গাজার ওপর ইসরাইলের পূর্ণ নিয়ন্ত্রণ সৌদি-ইসরাইলি সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ খুলে দেবে। এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর গাড়িবহরটি থেমে যায় বলে জানিয়েছে ইসরাইলের সম্প্রচার কর্তৃপক্ষ। 
স্থানীয় সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িবহরটি সম্ভবত একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ছিল। দুর্ঘটনার পর নেতানিয়াহুকে সরাসরি সংঘর্ষের মুখে পড়া গাড়ি থেকে দূরে সরিয়ে নেওয়া হয়। বুধবার জেরুজালেমে নিজের অফিসের কাছে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নেতানিয়াহু আহত হননি বলেও উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

প্রতিবেদন মতে, এদিন নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের জবাব দিতে তেল আবিব জেলা আদালতে ২৭তম বারের মতো হাজির হন নেতানিয়াহু। ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর অভিযোগের শুনানির জন্য আদালত সপ্তাহে দু’বার ডাকে।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার