ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উ. কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র  

প্রকাশিত: ২১:৩৪, ২ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উ. কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র  

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উ. কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমে জানা গেছে কিম জং উনের উপস্থিতিতে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে দেশটি। এর আগে পিয়ংইয়ং যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তাদের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী বলে দাবি করছে গণমাধ্যম। মনে করা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্রের যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আছে। জার্মানি এই পরীক্ষাকে বেআইনি বলে ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার নতুন হোয়াসং-১৯ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। খবর রয়টার্সের।
এদিকে ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া। মস্কোতে পিয়ংইয়ংয়ের ১০ হাজার সেনা অবস্থানের গুঞ্জনের মধ্যেই এমনটা জানিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। রাশিয়ায় সফরকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে এ কথা জানান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই দেশের নেতা কিম জং উন ও ভøাদিমির পুতিনের প্রশংসা করেছেন তিনি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন, এই পরীক্ষার মাধ্যমে শত্রু দেশগুলোকে একটি যথার্থ বার্তা দেওয়া হলো।

এর একদিন আগে গত বুধবার দক্ষিণ কোরিয়া জানিয়েছিলেন, উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্র পর্যন্ত গিয়ে আঘাত হানতে পারে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও তারা এবার পরীক্ষা করতে চলেছে। এরপরই সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, উত্তর কোরিয়া একটি গণহত্যামূলক অস্ত্র তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ বৃহস্পতিবারই এই উদ্যোগের বিরোধিতা করেছে।

×