ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

মাদুরোকে ধরিয়ে দিলে ৫ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৭:৪৭, ৯ আগস্ট ২০২৫

মাদুরোকে ধরিয়ে দিলে ৫ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারে সহায়ক তথ্য দিলে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এ পুরস্কারের পরিমাণ আগে ঘোষিত পুরস্কারের তুলনায় দ্বিগুণ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী। (সূত্র: এএফপি)

গত জানুয়ারিতে বিতর্কিত এক নির্বাচনের মাধ্যমে মাদুরো আবারও ক্ষমতায় ফেরেন। ওই নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ রয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ মেনে নেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরেই মাদুরোর সমালোচনা করে আসছেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র সরকার মাদুরোসহ ভেনিজুয়েলার আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মাদকসংশ্লিষ্ট সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদক পাচার।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, আগে ঘোষণা করা ২ কোটি ৫০ লাখ ডলারের পুরস্কার এখন দ্বিগুণ করে ৫ কোটি ডলার করা হয়েছে। তার দাবি, মাদুরো সরাসরি মাদক পাচারের সঙ্গে জড়িত।

অন্যদিকে, ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল নতুন এ পুরস্কার ঘোষণাকে “দুঃখজনক” উল্লেখ করে বলেন, এটি ‘রাজনৈতিক প্রচারণা’ ছাড়া আর কিছু নয়। গিল অভিযোগ করেন, যৌন নিপীড়নকারী জেফ্রি এপস্টেইনের মামলা সামাল দেওয়ার বিষয়ে পাম বন্ডি যে সমালোচনার মুখে রয়েছেন, তা থেকে দৃষ্টি সরানোর জন্যই তিনি এমন ঘোষণা দিয়েছেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র সরকার মাদুরোসহ ভেনিজুয়েলার আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগ তোলে, তার মধ্যে মাদকসংশ্লিষ্ট সন্ত্রাস, দুর্নীতি ও মাদক পাচার বিশেষভাবে উল্লেখযোগ্য।

শেখ ফরিদ 

×