
গুয়াতেমালায় ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত একটি গাড়ি
মধ্য-আমেরিকার দেশ গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার দেশটিতে একের পর এক এই ভূমিকম্প আঘাত হানে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজনকে ভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বেশিরভাগ এলাকায় ধারাবাহিক ভূমিকম্পের পর ভূমিধসের কবলে পড়ে গাড়ি চাপায় দুই ব্যক্তি নিহত এবং দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। খবর বিবিসির।
গুয়াতেমালায় পরপর একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে, যা দেশটির রাজধানী ও দক্ষিণাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। এতে ভবিষ্যৎ আফটারশক বা পরাঘাতের শঙ্কায় কর্তৃপক্ষ জনগণকে ভবন খালি করে বাইরে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছে। দেশটির ভূকম্পন বিষয়ক জাতীয় ইনস্টিটিউট জানায়, প্রথম ভূমিকম্পটি ছিল ৫.২ মাত্রার এবং এটি গুয়াতেমালা সিটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে।
এরপর একে একে আরও বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৯ থেকে ৫.৬ এর মধ্যে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিছু ভবনে ফাটল ধরেছে ও হাল্কা ক্ষতি হয়েছে।
প্যানেল মজি