ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

‌ভারতে আইফোন বানাতে চাই না,টিম কুককে জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প!

প্রকাশিত: ০৮:২৮, ১৬ মে ২০২৫

‌ভারতে আইফোন বানাতে চাই না,টিম কুককে জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প!

কাতারে এক ব্যবসায়িক সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন বিস্ফোরক মন্তব্য করে বসেন, যা ঘিরে চাঞ্চল্য তৈরি হয় আন্তর্জাতিক প্রযুক্তি মহলে।অ্যাপল সিইও টিম কুককে সরাসরি বলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই মন্তব্যকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠেছে,তাহলে কী ভারতের সঙ্গে অ্যাপলের বিনিয়োগ পরিকল্পনা বদলাবে?

গত বৃহস্পতিবার কাতারে এক ব্যবসায়িক সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “টিম কুক আমার বন্ধু। আমি ওকে বলেছি, তুমি ভারতে তৈরি করতে পারো, কিন্তু আমি চাই না তুমি সেখানে বানাও।” 
তিনি আরও বলেন, “ভারত হলো বিশ্বের অন্যতম উচ্চ ট্যারিফ আরোপকারী দেশ, সেখানে পণ্য বিক্রি করাটা বেশ কঠিন।”

ট্রাম্পের এই মন্তব্য ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে,তাহলে কি অ্যাপল ভারতে আইফোন তৈরির পরিকল্পনা থেকে সরে আসছে? তবে সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিষয়টি অতিরঞ্জিত করে দেখার কিছু নেই। তাদের ভাষ্য অনুযায়ী, অ্যাপলের মতো প্রতিষ্ঠান ভারতে উৎপাদনের বাস্তব সুবিধা বুঝতে পারলে তারা নিজেদের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে পারবে।

অ্যাপলের শীর্ষ কর্তৃপক্ষও নিশ্চিত করেছে যে, সংস্থার ভারতে বিনিয়োগ পরিকল্পনায় কোনও পরিবর্তন আসছে না। বরং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দেশটিতে বড় আকারের উৎপাদন কারখানা স্থাপনের কাজ এগিয়ে চলছে।

এখন ভারতের তেলেঙ্গানায় তৈরি হচ্ছে অ্যাপলের জনপ্রিয় পণ্য এয়ারপড, আর বর্তমানে বিশ্বের মোট আইফোন উৎপাদনের অন্তত ১৫ শতাংশই আসছে ভারত থেকে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে ভারতে তৈরি আইফোনের রপ্তানি ছাড়িয়েছে ১.৫ লাখ কোটি টাকা। বিষয়টি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের জন্য বড় সাফল্য হিসেবেই ধরা হচ্ছে।

অ্যাপল জানিয়েছে, চলতি বছরের জুন ত্রৈমাসিক থেকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া অধিকাংশ আইফোনই ভারতে তৈরি হবে। সংস্থাটি মূলত যুক্তরাষ্ট্রের বাজারের জন্য ভারতকে উৎপাদনকেন্দ্র হিসেবে ব্যবহার করবে এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্য চীনে উৎপাদন অব্যাহত রাখবে। বিশ্লেষকদের মতে, এটি একটি কৌশলগত পদক্ষেপ,চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে যে বিপুল ট্যারিফ আরোপ হচ্ছে, তা এড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নিচ্ছে অ্যাপল।

যদিও ট্রাম্প দাবি করেছেন, অ্যাপল তাদের উৎপাদন কারখানা যুক্তরাষ্ট্রে সরিয়ে নিচ্ছে, সংস্থাটি এমন কোনো মন্তব্য করেনি। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে হঠাৎ করে এত বিশাল উৎপাদন পরিকাঠামো গড়ে তোলা সম্ভব নয়, কারণ ২০২৪ সালে কেবল যুক্তরাষ্ট্রেই প্রায় ৭৬ মিলিয়ন আইফোন বিক্রি হয়েছে। দেশটিতে সরবরাহ ব্যবস্থা নতুন করে তৈরি করতে গেলে কয়েক হাজার কোটি ডলারেরও বেশি খরচ হতে পারে।

সব মিলিয়ে, ট্রাম্প যা-ই বলুন না কেন, অ্যাপলের দিক থেকে ভারতে বিনিয়োগ এখন বাস্তব কৌশলের অংশ। আর ভারতের জন্য, এটি এক বিশাল সুযোগ,বিশ্বের শীর্ষ প্রযুক্তি সংস্থাকে দিয়ে নিজের উৎপাদন ক্ষমতা ও অর্থনৈতিক কাঠামোকে আরও দৃঢ় করে তোলা।

 

 

 

সূত্র:https://tinyurl.com/vbnjcfyr

আফরোজা

×