ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

হঠাৎ ট্রাম্প প্রশাসন ২৩৮ জন ভেনিজুয়েলার নাগরিককে কারাগারে পাঠালো

প্রকাশিত: ১৯:২০, ২১ মার্চ ২০২৫

হঠাৎ ট্রাম্প প্রশাসন ২৩৮ জন ভেনিজুয়েলার নাগরিককে কারাগারে পাঠালো

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসন ২৩৮ জন ভেনিজুয়েলার নাগরিককে এল সালভাদরের "টেররিজম কনফাইনমেন্ট সেন্টার" নামক কঠোর কারাগারে পাঠিয়েছে, যা মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, মানুষের অস্তিত্ব মুছে ফেলার স্থান হিসেবে পরিচিত। এই কারাগারের ধারণ ক্ষমতা ৪০,০০০ বন্দী, এবং বর্তমানে এটি জনাকীর্ণ হয়ে পড়েছে। এল সালভাদর গত কিছু মাস ধরে "স্টেট অব এক্সেপশন" ঘোষণা করেছে, যার ফলে পুলিশ এবং সেনাবাহিনী প্রমাণ ছাড়া গ্যাং সদস্য সন্দেহে মানুষকে গ্রেপ্তার করতে পারছে।

এমারসন কলেজের রাজনীতি বিজ্ঞানী মিনেসা গেলম্যান জানান, “ভেনিজুয়েলার এই বন্দিরা, যারা অনেকেই এল সালভাদরে কখনো আসেনি, ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে।” তিনি আরও বলেন, “এই কারাগারে ভীষণ ঠাসাঠাসি, অস্বাস্থ্যকর খাবার এবং চিকিৎসা সেবার অভাব রয়েছে। বন্দীরা দীর্ঘ সময় মৃত অবস্থায় পড়ে থাকে, এবং তাদের প্রতি কোনো ধরনের মানবিক আচরণও করা হয় না।”

গেলম্যান সতর্ক করে বলেন, “এই বন্দিরা গ্যাং সদস্য সন্দেহে গ্রেপ্তার হওয়ায়, তারা আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। কারাগারের ভেতরে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্যরা তাদের আক্রমণ করতে পারে।”

এদিকে, এল সালভাদরের পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে, এবং ভাড়া বাড়ানোর আশঙ্কা রয়েছে, যা আগামী দিনগুলোতে আরও বৃদ্ধি পেতে পারে।
 

সূত্র: https://www.theguardian.com/us-news/2025/mar/20/trump-deportations-venezuela-prison

আবীর

আরো পড়ুন  

×