ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

শাটডাউন এড়ানোয় খুশি জো বাইডেন 

প্রকাশিত: ১৫:৩৬, ১ অক্টোবর ২০২৩

শাটডাউন এড়ানোয় খুশি জো বাইডেন 

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শাটডাউন এড়াতে পেরে খুব খুশি হয়েছেন। সেই সাথে কংগ্রেসে পাস হওয়া তহবিল বিলটিকে স্বাগত জানিয়েছেন তিনি। 

গতকাল শনিবার এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা কর্মসূচি ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতিতে আমরা যেতে পারি না। আমার সম্পূর্ণ বিশ্বাস, স্পিকার ইউক্রেনের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখবেন এবং এই সংকটকালে ইউক্রেনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পথ নিশ্চিত করবেন।’

বাইডেন তাঁর এই বিবৃতিতে স্পিকার বলতে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থিকে বুঝিয়েছেন।

বাইডেন চান মার্কিন বাজেটে ইউক্রেনের জন্য ২ হাজার ৪০০ কোটি ডলার মূল্যের সামরিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে। তা করতে হলে মার্কিন আইনপ্রণেতাদের এখন আলাদা একটি বিল পাস করাতে হবে। এ নিয়ে আগামী সপ্তাহের শুরুর দিকে ভোট হতে পারে।

গতকাল দেওয়া বিবৃতিতে বাইডেন আরও বলেছেন, শাটডাউন এড়াতে বিল পাস হওয়ার ঘটনাটি আমেরিকানদের জন্য ভালো খবর।

যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও ৪৫ দিনের জন্য চালু রাখতে ও শাটডাউন এড়াতে একেবারে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে তহবিল বিল পাস হয়। বিলটি পাসের ফলে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারি অর্থায়ন বজায় থাকবে। তবে গতকাল গভীর রাতে পাস হওয়া স্টপগ্যাপ তহবিল বিলে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা রাখা হয়নি।

শাটডাউন হলে যুক্তরাষ্ট্রে জাতীয় পার্ক বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ৪০ লাখ কেন্দ্রীয় কর্মীর বেতন-ভাতা পরিশোধ বন্ধ হয়ে যেত। সেই সঙ্গে বন্ধ হয়ে যেত আর্থিক খাতের নজরদারি থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণার তহবিল।

সূত্র: এএফপি

টিএস

×