
ইভন চৌইনার্ডের
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজের গোটা কোম্পানিটিই দান করেছেন যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ী। তার এই পদক্ষেপ বিশ্বজুড়ে গণমাধ্যমের নজর কেড়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিউইয়র্ক টাইমসের মতে, ইভন চৌইনার্ডের দান করা কোম্পানি পাতাগোনিয়ার মূল্য প্রায় ৩ বিলিয়ন বা ৩০০ কোটি মার্কিন ডলার। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজের কোম্পানি দান করা ওই ব্যবসায়ীর নাম ইভন চৌইনার্ড। তিনি আমেরিকান খুচরা ফ্যাশন ব্র্যান্ড পাতাগোনিয়ার প্রতিষ্ঠাতা। -বিবিসি