ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোকে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ

প্রকাশিত: ২১:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোকে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ

ভূকিম্প বিধ্বস্ত মরক্কোর আল হাউজ প্রদেশের স্কুলের বাইরে  সমবেত হয়ে জাতীয় সংগীত গাইছে শিক্ষার্থীরা

জাতিসংঘ বলেছে, বিধ্বংসী ভূমিকম্পে পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার জন্য সাহায্য চাইতে পারে মরক্কো। ভয়াবহ এই ভূমিকম্পে তিন হাজার লোক প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। জাতিসংঘ সাহায্যপ্রধান মার্টিন গ্রিফিথস জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রতীক্ষায় আছি ও আশা করছি, মরক্কোর কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা থেকে সাহায্যের অনুরোধ চলে আসবে।’
গত শুক্রবার ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর থেকে স্পেন, ব্রিটেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে উদ্ধারকারী দলগুলোকে উদ্ধারকর্মে এগিয়ে আসার সম্মতি দিয়েছে মরক্কো। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশসহ অন্যান্য দেশের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মরক্কো। - এএফপি

×