ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ইশরাককে শপথ পড়ানোর বিষয়ে যা জানাল স্থানীয় সরকার বিভাগ

প্রকাশিত: ১১:০৩, ২৭ মে ২০২৫

ইশরাককে শপথ পড়ানোর বিষয়ে যা জানাল স্থানীয় সরকার বিভাগ

ছবি: সংগৃহীত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (২৬ মে) স্থানীয় সরকার বিভাগের এক যুগ্ম সচিব দ্য ডেইলি ক্যাম্পাস কে বলেন, “ইশরাক হোসেনের শপথের জন্য প্রধান উপদেষ্টার সময় চেয়ে আবেদন করা হয়েছে। তার সম্মতি পেলেই যেকোনো মুহূর্তে শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।”

তবে জানা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস নিজে ইশরাক হোসেনকে শপথ পড়াবেন না। এ ক্ষেত্রে তিনি স্থানীয় সরকার বিভাগের কাউকে এই দায়িত্ব দিতে পারেন। বর্তমানে শপথ অনুষ্ঠানটি প্রধান উপদেষ্টার দপ্তরের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

কিন্তু ক্ষমতার পরিবর্তনের পর, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম পূর্বের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন।

পরবর্তীতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাককে ডিএসসিসি মেয়র হিসেবে ঘোষণা করে। তবে এখনও শপথগ্রহণ অনুষ্ঠান না হওয়ায় গত কয়েকদিন ধরে ইশরাক হোসেনের সমর্থকরা মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

নুসরাত

×