ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

দেশে একদিনে করোনায় আক্রান্ত আরও ৬৮

প্রকাশিত: ১৯:১৯, ১ জুলাই ২০২৩

দেশে একদিনে করোনায় আক্রান্ত আরও ৬৮

ফাইল ছবি।

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। নতুন আক্রান্ত নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৬৬০ জনে।

একই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৬২ জন অপরিবর্তিত রয়েছে।

শনিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ৯৫১ জন।

একদিনে ১১০৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১০৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×