ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ১১

প্রকাশিত: ১৮:০৬, ২১ জানুয়ারি ২০২৩

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ১১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১১। ফাাইল ছবি। 

সারাদেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১জন। একই সময়ে আক্রান্তে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন।

শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে সারাদেশে নতুন করে আরও ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৯ জন ঢাকায় এবং ২ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৮৬ জন।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×