ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শহরের পরিকল্পনা গ্রহনের পরামর্শ পরিকল্পনাবিদদের

প্রকাশিত: ২২:৪৫, ৮ নভেম্বর ২০২৩

শহরের পরিকল্পনা গ্রহনের পরামর্শ পরিকল্পনাবিদদের

জলবায়ু পরিবর্তন। 

চলতি বছরে পাকিস্তান এবং নাইজেরিয়াতে আকষ্মিক বন্যা দেখা দিয়েছে, যা জলবায়ু পরিবর্তনের এক উৎকৃষ্ট উদাহারণ। এ বিষয়ে বাংলাদেশের প্রেক্ষাপটেও প্রস্তুত থাকার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। তাই যে কোন শহরের পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগের কথা বিবেচনার পরামর্শ তাদের। 

বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষ্যে বুধবার (৮ নভেম্বর) ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)’র একটি ওয়েবিনার এই পরামর্শ দেন পরিকল্পনাবিদরা। 

পৃথিবীকে পরিকল্পিত ও মানুষের বাসযোগ্য হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে প্রতিবছর ৮ নভেম্বর পালন করা হয় ‘বিশ্ব নগর পরিকল্পনা দিবস’। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ‘বিশ্বায়নের জ্ঞান, স্থানীয়ভাবে প্রয়োগ’। দিবসটি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচী গ্রহন করেছে সংগঠনটি। বিআইপি’র সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন এর সভাপতিত্বে এবং বিআইপি’র সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. আহসানুল কবীর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নগর পরিকল্পনাবিদ মাহফুজা আক্তার, ইউএন-হ্যাবিটেট বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়ক পরিকল্পনাবিদ মো. আসাদুজ্জামান ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের উপদেষ্টা মতিন আব্দুল্লাহ প্রমুখ। 

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. আহসানুল কবীর তার বক্তব্যে বলেন, ‘আমাদের এবারের প্রতিপাদ্যে দেখতে হবে গ্লোবালি কিভাবে নগর পরিকল্পনাবিদগণ পরিকল্পনা অনুশীলন করছে, বিভিন্ন দেশ পরিকল্পনা সংশ্লিষ্ট চ্যালেঞ্জসমূহ কিভাবে মোকাবিলা করছে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সে সকল চ্যালেঞ্জ সমূহ মোকাবিলা করতে কতটা প্রস্তুত। এক্ষেত্রে আমাদের দেশীয় পরিকল্পনাবিদগণ যখন কোন শহরের পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়ন করবে তখন তারা যাতে বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরতে পারে সে বিষয়ে বিআইপি থেকে পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ সহনশীলতা, জ্বালানী সক্ষমতা বৃদ্ধিতে বৈশ্বিক অনুশীলনগুলো অনুসরণ করে বিআইপি এবং সংশ্লিষ্ট পরিকল্পনাবিদগণ দেশীয় প্রেক্ষাপটে এর অনুশীলন করার বিষয়ে মনোযোগী হবে।’

বক্তারা বলেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে বৈশ্বিক অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে স্থানীয় প্রেক্ষাপটের কথা ভুলে যাই। আমরা এটাও জানি পৃথিবীর সবথেকে ঘনবসতিপূর্ণ শহর হওয়ার পাশাপাশি দেশের মোট জিডিপি’র প্রায় ৩৪ ভাগ আসে ঢাকা থেকে। বিশ্বের অন্যান্য মেগোসিটির উদাহারণ অনুসরণ করতে গিয়ে আমাদের ঢাকা মহানগরী ইতোমধ্যেই নিজস্ব স্বকীয়তা অনেকাংশে হারিয়েছে। বিশ্ব নগর পরিকল্পনা দিবসের অন্যতম উদ্দেশ্য হলো জনসাধারণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করা, এক্ষেত্রে নগর পরিকল্পবিদগণ বিশেষ ভূমিকা পালন করতে পারে।

আকাশ

×