
জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় নিজের ব্যক্তিগত উপলব্ধিকে গভীর ও মানবিক ভাষায় প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি সম্মান, আত্মমর্যাদা বিষয়ক এক গভীর বার্তা তুলে ধরেন, যা তার অনুরাগীদের মাঝে আলোড়ন তুলেছে।
স্ট্যাটাসে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন,“এখন কেউ যদি আপনাকে সম্মান না দেয় কিংবা অন্যের কাছে আপনার সমালোচনা করে তখন তার ওপর রাগ হবেন না। কারণ সে আপনার চেয়েও বড় অস্তিত্ব সংকটে ভুগছে।”
জয়ের এই বক্তব্য শুধু একটি চিন্তার খোরাক নয়, বরং এক ধরনের আত্মউপলব্ধির জায়গা তৈরি করেছে। তিনি বুঝিয়ে দিয়েছেন, যারা অন্যকে সম্মান দিতে ব্যর্থ হয় বা নেপথ্যে সমালোচনা করে, তাদের সেই আচরণ আসলে তাদের নিজের অভ্যন্তরীণ সংকটেরই প্রতিফলন।
আফরোজা