ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

‘দুবাই প্রবাসী’ নাটকে নিরঞ্জন নীরু

সংস্কৃতি প্রতিদেবক

প্রকাশিত: ২১:৪২, ২৭ মে ২০২৫

‘দুবাই প্রবাসী’ নাটকে নিরঞ্জন নীরু

নিরঞ্জন নীরু

অভিনেতা নিরঞ্জন নীরুর অভিনয়ের শুরুটা হয় ২০০৮ সালে মঞ্চ নাটকের মধ্য দিয়ে। ঢাকায় এসে থিয়েটারের পাশাপাশি টিভি নাটকে অভিনয় শুরু করেন। তিনি অভিনয় করেছেন দেশের স্বনামধন্য পরিচালকদের কয়েক ডজন নাটকে। তবে, গত তিন বছর কোনো নাটকে তাকে দেখা যায়নি। সম্প্রতি তিনি ‘দুবাই প্রবাসী’ নামে একটি একক নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। সেখানে সেলিমের পরিচালনায় শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। তার বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি, অদিতি রহমান জিদনি, ফারুক আহমেদ, বাপ্পিসহ আরও অনেকে। ঈদের দিন ডিজিম্যাক্স টিভি নামে ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
নীরু বলেন, নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে গিয়ে মন খারাপ হতো। মনে হতো আরও গুরুত্বপূর্ণ চরিত্রে আমার অভিনয় করা উচিত। তাই, যে কাজটা করলে মন  খারাপ হতো সেটা বন্ধ করে দিলাম কিছু সময়ের জন্য। এই সময়টায় বিজ্ঞাপন, ওভিসিতে কাজ শুরু করি। এখানে অডিশনের মাধ্যমে গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ পেয়েছি। বিজ্ঞাপনচিত্রে নীরু অভিনয় করেছেন গ্রামীণ ফোন, বিকাশ, কোমলপানীয় মোজো ও অপ্পো মোবাইলের বিজ্ঞাপনে।

×