
বলিউড তারকা জুহি চাওলার স্বামী ব্যবসায়ী জয় মেহতা যখন কিং খান শাহরুখ খানের সঙ্গে কাঁধ মিলিয়ে ২০০৭ সালে যখন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে বিনিয়োগ করেন, তখন অনেকেই তাঁকে পাগল বলেছিলেন। কারণ সে সময় তিনি একটি ভয়াবহ ঋণের জালে আটকে ছিলেন। তবে দৃঢ় আত্মবিশ্বাস আর ঝুঁকি নেওয়ার মানসিকতা তাঁকে এনে দেয় সেই সোনার হরিণ যার নাম আইপিএল।
সম্প্রতি ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট (IMD)-এর ইউটিউব চ্যানেলে দেওয়া এক আলাপচারিতায় জয় মেহতা ভাগ করে নেন তাঁর ব্যবসায়িক জীবনের কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। সেখানে তিনি বলেন, “প্রথমত, কখনোই অতিরিক্ত ঋণের বোঝা নেবেন না। আমরা একবার ঋণের ফাঁদে পড়ে গিয়েছিলাম, আর সেটাই প্রায় আমাদের ধ্বংস করে দিয়েছিল।”
তিনি আরও বলেন, “একটা ভালো টিম গঠন করতে হবে। চেষ্টা করতে হবে সেরা মানুষদের নিয়োগ দেওয়ার। পাশাপাশি পড়াশোনা, কৌতূহল, ব্যবসায়িক মডেল শেখা এবং সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার মানসিকতা এসব জিনিসই একজন উদ্যোক্তাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে।”
এই সাক্ষাৎকারে জয় স্মরণ করেন, কীভাবে কঠিন এক সময়ে আইপিএলে বিনিয়োগ করার সুযোগ এসেছিল তাঁর কাছে। বলেন, “আমরা যখন চরম আর্থিক সঙ্কটে, তখনই ক্রিকেটে বিনিয়োগের প্রস্তাব পাই। সবাই বলল, 'তুমি পাগল! পুরোপুরি পাগল!' আমি বলেছিলাম, ‘না, আমি এটা বিশ্বাস করি। আমি এটা করতে চাই।’”
তিনি জানান, কেকেআর কেনার জন্য প্রায় ৭৫ মিলিয়ন ডলারের একটি প্রস্তাব এসেছিল এবং তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে যৌথভাবে সেটাতে বিনিয়োগ করেন। অনেকেই তখন বিনিয়োগ থেকে পিছু হটলেও, জয় বলেছিলেন, “আমি এই ব্যবসার মডেল বুঝতে পেরেছিলাম। এটা ছিল সম্পূর্ণ ক্যাশ ফ্লো-নির্ভর।”
জয় মেহতা কেকেআরে বিনিয়োগকে “একটি ছোট বিনিয়োগ” বলে উল্লেখ করলেও, সেটাই আজ তাঁর জীবনের সবচেয়ে সফল সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, “আমি বিশ্বাস করতাম এই ফরম্যাটটা একদিন বিশাল হবে। যেমন আমেরিকায় ফুটবল কিংবা ইউরোপে সকার তেমনই ক্রিকেটও হবে অনেক বড়। আমি ঝুঁকি নিয়েছিলাম, বিনিয়োগ করেছিলাম। এবং আজ বলতেই পারি, এটি আমার জীবনের সবচেয়ে সেরা বিনিয়োগ।”
জয় মেহতার গল্প শুধুই আইপিএলের বিনিয়োগ কাহিনি নয়, বরং এটি আত্মবিশ্বাস, ঝুঁকি নেওয়ার সাহস এবং প্রতিকূলতাকে জয় করার এক অনন্য উদাহরণ। আজ কেকেআর শুধু একটি ক্রিকেট দল নয়, বরং এক সফল ব্র্যান্ড, যার পেছনে আছে এই ‘ছোট’ বিনিয়োগে বিশ্বাস রাখার বিরল দৃষ্টান্ত।
সূত্র:https://tinyurl.com/53tzwmvv
আফরোজা