ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মামুনের গাড়িতে উঠা মানে রকেটে উঠা: লায়লা

প্রকাশিত: ১৯:৪৯, ২৭ মে ২০২৫; আপডেট: ২০:২৩, ২৭ মে ২০২৫

মামুনের গাড়িতে উঠা মানে রকেটে উঠা: লায়লা

ছবিঃ সংগৃহীত

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আলোচিত মন্তব্য করলেন লায়লা। "মামুনের গাড়িতে উঠা মানে রকেটে উঠা!" তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মজার আলোচনার ঝড়।

প্রসঙ্গত, স্থানীয় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকরা যখন অতিথিদের অভিজ্ঞতা জানতে চান, তখনই লায়লা হেসে বলেন, "মামুনের গাড়িতে উঠা মানে রকেটে উঠা।" তিনি আরও জানান, গাড়িতে ওঠার পর কখন যে গন্তব্যে পৌঁছে যান—টেরই পান না!

পাশেই থাকা মামুন, যিনি পেশায় একজন  আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও গাড়িচালনায় দারুণ পারদর্শী, লায়লার মন্তব্যে হেসে সম্মতি জানান এবং অকপটে স্বীকার করেন, "হ্যাঁ, আমি সত্যিই একটু জোরে গাড়ি চালাই। তবে অবশ্যই নিরাপদ গতির মধ্যেই থাকি।"

তবে ট্রাফিক সচেতনতায় যুক্ত অনেকে এই ঘটনায় আলোকপাত করে বলেন, দ্রুত গতির গাড়ি চালানো যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ। নিরাপদ গতির গুরুত্বও সামনে নিয়ে আসছেন তারা।

আলীম

×