ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

জামায়াত নেতা আজহারুল মুক্তিতে দুস্থ ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ

কামরুজ্জামান, নিজস্ব সংবাদদাতা, বাউফল

প্রকাশিত: ১৪:৫৫, ২৮ মে ২০২৫

জামায়াত নেতা আজহারুল মুক্তিতে দুস্থ ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ

ছবি: জনকণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক যুদ্ধাপরাধের মিথ্যা ও বানোয়াট অভিযোগ থেকে বেকসুর খালাস দেয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে দুস্থ ও শ্রমিকদের মাঝে মঙ্গলবার (২৭ মে) রাতে খাবার বিতরণ করা হয়েছে। 

 প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাবার বিতরণ কার্যক্রমের  উদ্বোধন করেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি তারুণ্যের অহংকার ড. শফিকুল ইসলাম মাসুদ। 

সভাপতিত্ব করেন পল্টন থানার আমীর শাহীন আহমেদ খান।

এসময় উপস্থিত ছিলেন পল্টন থানা সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান, থানার কর্মপরিষদ সদস্য যথাক্রমে ওমর ফারুক, হাবিবুর রহমান, নজরুল ইসলাম মজুমদার, মোহাম্মাদ আল-আমীন রাসেল, থানা শূরা সদস্য শরিয়ত উল্লাহ্, জামায়াত নেতা মোস্তফা কামাল, আবুল হাশেম লিটন, আরিফুল ইসলাম, আবু বকর সিদ্দিক, কাউছার হামিদ প্রমুখ।

সাব্বির

×