ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

অজয় দেবগণের ব্যক্তিগত জেট নিয়ে গুঞ্জন: সত্যতা জানালেন তিনি

প্রকাশিত: ২১:৩৬, ৩ মে ২০২৫

অজয় দেবগণের ব্যক্তিগত জেট নিয়ে গুঞ্জন: সত্যতা জানালেন তিনি

বেশ কিছুদিন ধরে বলিউডে শোনা যাচ্ছে, অজয় দেবগণ নাকি একটি ব্যক্তিগত জেট কিনেছেন! তবে এই গুঞ্জনটির সত্যতা সম্পর্কে এবার মুখ খুললেন অভিনেতা নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয় তার ব্যক্তিগত জীবন এবং এসব গুঞ্জন নিয়ে কথা বলেন।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি বলিউডের প্রথম অভিনেতা, যিনি ব্যক্তিগত জেট কিনেছেন? উত্তরে অজয় হাস্যোজ্জ্বলভাবে বলেন, “না, একেবারেই নয়। আমি জেট কিনতে চেয়েছিলাম এবং একটি চুক্তি করেছিলাম, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। তাই এই সংবাদটি পুরোপুরি ভুল।”

এছাড়াও, তাকে 'কবীর সিং' সিনেমার প্রস্তাব প্রথমে তার কাছে আসার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, “এটা পুরোপুরি গুঞ্জন! এতে কান দেবেন না।”

অজয়ের সম্পর্কে আরও একটি গুঞ্জন শোনা যায়, তিনি খুব কম সাক্ষাৎকার দেন। এই বিষয়ে তিনি বলেন, “এটা গুঞ্জন নয়। আমি একজন অন্তর্মুখী ব্যক্তি। আমি বিশ্বাস করি, আমার কাজই আমার হয়ে কথা বলবে, বেশি কথা বলার প্রয়োজন নেই। আমি সবসময় এমন ছিলাম। মানুষ বলতো আমি ভুল পেশায় আছি, তবে আমি জানতাম যে আমি আমার কাজটা আমার মতো করব। বাকিটা স্রষ্টার হাতে। এখন আমি মনে করি, যা করেছি, ঠিকই করেছি।”

 

রাজু

×