ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বইমেলায় মিলন কান্তি দের ‘বঙ্গমাতা’

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

বইমেলায় মিলন কান্তি দের ‘বঙ্গমাতা’

.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের সংগ্রামী সহযাত্রী ছিলেন তার স্ত্রী ফজিলাতুন নেছা মুজিব, যার ডাক নাম ছিল রেণু। বঙ্গবন্ধুর রাজনৈতিক বিপর্যয়ে তিনি পাশে এসে দাঁড়িয়েছেন বার বার, অনেক সংকটে দুর্যোগে তিনি বঙ্গবন্ধুর হাতে তুলে দিয়েছেন আলোর মশাল। বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী বলেছেন, ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ মহিয়সী নারী।

এই মহিয়সী নারীকে নিয়েবঙ্গমাতানামে প্রথম একটি যাত্রাপালা লিখলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক গবেষক মিলন কান্তি দে। এবারের বই মেলায় পালাটি এনেছে মোহাম্মদ পাবলিকেশন্স। মিলন কান্তি দে বলেন, এরইমধ্যে বাংলা একাডেমির অমর একুশে বই মেলা মঞ্চে বঙ্গমাতা পালাটি মঞ্চায়ন হয়। তার নির্দেশনায় এতে অভিনয় করেন মিঠুন ইসলাম টিসু, মেহজাবীন গোধূলি, এম মজিদ, এম আলম লাবলু, আবদুর রাজ্জাক, আলী নূর, মণিমালা, এম রশীদ প্রমুখ।

×