ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ঢাকায় কি কনসার্ট করবেন আতিফ আসলাম?

প্রকাশিত: ২০:৪৩, ৩ অক্টোবর ২০২৩

ঢাকায় কি কনসার্ট করবেন আতিফ আসলাম?

জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম

পাকিস্তান ও ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা আতিফ আসলাম ঢাকায় কনসার্ট করবেন কী-না এমন জল্পনা ছড়িয়ে পড়েছে। সোমবার (২ অক্টোবর) স্টার বক্স এজেন্সি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করলে এই জল্পনা শুরু হয়।

ভিডিওর সঙ্গে পোস্টে লেখা হয়, “দিন আরও এগিয়ে আসছে! আরও আপডেটের জন্য সাথে থাকুন!”

এছাড়া এই প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি ফেসবুক ভোটের আয়োজন করে। যেখানে, ভক্তদের তিনজন বিশিষ্ট শিল্পীর মধ্যে তাদের পছন্দের গায়ক বেছে নেওয়ার আহ্বান জানানো হয়। এরমধ্যে রয়েছেন, আতিফ আসলাম, অরিজিৎ সিং এবং জুবিন নওটিয়াল।

ভোটের ফলাফলে দেখা যায়, পাকিস্তানি গায়ক, গীতিকার এবং অভিনেতা আতিফ আসলামের প্রতি ব্যাপক সমর্থন জানিয়েছেন ভক্তরা। উর্দুতে গানের শিল্পী আতিফ আসলাম হিন্দি, পাঞ্জাবি, বাংলা এবং পশতুতেও গান করেছেন।

তার ভক্তদের প্রিয় কিছু গান হল “আদাত”, “ওহ লামহে ও বাতেইন”, “তেরে বিন”, “পেহলি নজর মে” ও আরও অনেক গান।

 

এস

×