
দিলারা জামান ও ফারজানা
এই প্রথম একই সিনেমায় অভিনয় করছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান ও নন্দিত অভিনেত্রী ফারজানা ছবি। এর আগে প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন পরিচালিত ‘সাত নম্বর বাড়ি’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন নোয়াখালীর এই দুই শিল্পী। এরপর তারা দুজন বহু নাটকে অভিনয় করেছেন একসঙ্গে। এবারই প্রথম তারা দুজন একসঙ্গে সরকারি অনুদানে নির্মিত ‘ভোর’ সিনেমায় অভিনয় করছেন। মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ এই চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন দোবজ্যোতি ভক্ত। পরিচালনা করছেন আমিনুর রহমান খান। গাইবান্ধাতে শুক্রবার শুরু করেছেন এ সিনেমার কাজ। এতে ফারজানা ছবি অভিনয় করছেন বৃষ্ণার মা নলিনী দেবীর চরিত্রে। দিলারা জামান অভিনয় করছেন ফারজানা ছবির শ্বাশুড়ির চরিত্রে।
যার চরিত্রের নির্দিষ্ট কোনো নাম না থাকলেও তাকে সবাই দিদিমা বলেই ডাকছেন সিনেমার গল্পের প্রয়োজনে।
দিলারা জামান বলেন, ‘ভোর’ সিনেমার গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেই সঙ্গে আমার চরিত্রটিও। কাজ তো কেবল শুরু হলো, বেশ ভালোভাবেই হচ্ছে। আর ছবি তো আমার এলাকার মেয়ে। খুব লক্ষ্মী একটা মেয়ে। আমাকে পরম আবেগ দিয়ে মা-মা বলেই ডাকে। মনটা ভরে যায় এদের ভালোবাসায়। আরও বহু বছর বাঁচার সাধ জাগে। ফারজানা ছবি বলেন, শ্রদ্ধেয় দিলারা জামান একজন জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী। তার অভিনয় নিয়ে কিছু বলার ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার নেই। তাকে দেখে আমি প্রতি মুহূর্ত অনুসরণ করি, শিখি।
শুধু যে তার অভিনয়ের একজন ভক্ত আমি তা নয়, তার ব্যক্তি জীবনেরও অনুসারী। তার ভাবনা, চিন্তা, মেধা, মননশীলতা, মানবিকতা- সবকিছুই আমি অনুরসরণ করি। আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভেতরের সৌন্দর্য বাইরেই প্রকাশ পায়। দিলারা আন্টির ক্ষেত্রে এটা শতভাগ প্রযোজ্য। তিনি খুব অল্পতেই খুশি হন এবং খুব সহজ-সরল জীবনযাপন করেন, অথচ আমরা সবাই অস্থির। এমন একজন কিংবদন্তির সঙ্গে সিনেমা করতে পারছি, এটা আমার পরম সৌভাগ্য।