
হৃদয় হাসান।
কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় হাসান গানের জগতে বেশ জনপ্রিয় একটি নাম। এই পর্যন্ত তার নিজের কণ্ঠে গাওয়া ১৫টি গান মুক্তি পেয়েছে, এই গানগুলো নিয়ে দর্শকদের প্রশংসায় ভাসছেন, জনপ্রিয় এই কন্ঠশিল্পী।
হৃদয় হাসানের কন্ঠে গাওয়া গানগুলো হচ্ছে, নিঠুর এক প্রিয়া, এক বদলে যাওয়া নারী, দুঃখ কারে বলি, বেঈমান রে তুই, সোনা পাখি, দেহের ভেতর প্রাণ, আমায় গেলি ছাইড়া, আমি কেমনে ভুলিরে, মনটা দিলি কারে, এমন অভিনয়, কান্দি প্রতি রাতে, ভালো থাকার নাইরে উপায়, অপরাধী মাইয়া, নতুন পাওয়া সুখে, কাঁদবি রে তুই তোর বাসরে। তার গাওয়া গানগুলো নিয়ে দর্শকদের মতামত অত্যন্ত প্রশংসনীয়, দর্শকরা প্রতিনিয়ত তার নতুন নতুন গানের অপেক্ষায় থাকেন।
হৃদয় হাসান বলেন, আমি কখনো গানের শিল্পী হবো এটা ভাবি নি, আর গানের শিল্পী হওয়ার কোনো ইচ্ছেও ছিলো না। আমি মূলত ২০১৭ সাল থেকে ইউটিউব এবং ফেসবুক এ কনটেন্ট তৈরি করছি। আমি এই পর্যন্ত মোট চারটি ইউটিউব চ্যানেল এবং চারটি ফেসবুক পেজ নিয়ে কাজ করছি। আমি ইউটিউব এবং ফেসবুকে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করি, আমার ভিডিওর মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রত্যন্ত এলাকার, নানান ঘটনা চিত্রগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করি।
গানের জগতে প্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, গানের জগতে যখন প্রথম পা রেখেছিলাম, সেটা মোটেও সহজ ছিল না। আমি আস্তে আস্তে নিজের ইচ্ছাশক্তি থেকে নিজেকে তৈরি করে নিয়েছি। ভবিষ্যতে দর্শকদের ভালোবাসা পেলে আরো ভালো ভালো গান উপহার দেয়ার চেষ্টা করবো, এটাই আমার প্রত্যাশা।
এখন নতুন কোন ধরনের গানগুলো নিয়ে কাজ করা হচ্ছে প্রশ্নের উত্তরে হৃদয় হাসান বলেন, মূলত দুঃখের গানগুলো একটু বেশি পছন্দ করি, তাই বেশিরভাগ দুঃখের গানগুলো গাই, কিন্তু কিছুদিনের মধ্যেই আমার অনেকগুলো রোমান্টিক গান এবং আইটেম গান আসছে, গানগুলো আমার Hridoy Hasan ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে দর্শক দেখতে পাবেন।
এমএম