ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠ এন্টারটেইনমেন্টের ‘সিলভার প্লে বাটন’ অর্জন

বিনোদন রিপোর্টার

প্রকাশিত: ১৮:১০, ২৯ মে ২০২৩; আপডেট: ১৯:০৪, ২৯ মে ২০২৩

জনকণ্ঠ এন্টারটেইনমেন্টের ‘সিলভার প্লে বাটন’ অর্জন

কেক কাটেন জনকণ্ঠের নির্বাহী সম্পাদক ওবায়দুল কবির-সহ অন্যরা

অল্প সময়ের মধ্যে ১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পার করে ‘সিলভার প্লে বাটন’ অর্জন করলো দৈনিক জনকণ্ঠ পত্রিকার জনকণ্ঠ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল। এ উপলক্ষে সোমবার (২৯ মে) জনকণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে কেক কাটা হয়। 

এ সময়ে উপস্থিত ছিলেন গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের সিইও জিনাত জেরিন আলতাফ, নির্বাহী সম্পাদক ওবায়দুল কবির, চীফ রিপোর্টার কাওসার রহমান, জিজিটাল প্ল্যাটফর্মের ব্যবস্থাপক আশরাফ উজ জামান, কামরুজ্জামান রঞ্জু, আজিজুর রহমান সুজনসহ অনেকে। 

এ সময়  জনকণ্ঠ শিল্প পরিবারের সিইও জিনাত জেরিন আলতাফ বলেন, তথ্য প্রযুক্তির এ সময়ে এখন আর আগের মতো আমাদের পিছিয়ে থাকার সময় নেই। সময়ের সঙ্গে এগিয়ে যাবার প্রত্যয়ে জনকণ্ঠ নিয়মিত কাজ করছে। তারই ধারাবাহিকতায় আমাদের এ সাফল্য। আমরা আরও অনেক দূর যাবার প্রত্যাশা করছি।  

নির্বাহী সম্পাদক ওবায়দুল কবির বলেন, বরাবরই জনকণ্ঠ পাঠকের কাছে সমাদৃত একটি পত্রিকা। এবার আমরা ডিজিটাল প্ল্যাটফর্মেও সবার কাছে পৌঁছতে পারছি। রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রের অনেক বিষয়ের সঙ্গে জনকণ্ঠ এন্টারটেইনমেন্টকেও বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।
 

 এসআর

×