
ইফতার পার্টি। ছবি: ফেসবুক থেকে নেয়া
লিংক: https://www.facebook.com/BidyaSinhaSahaMim/posts/797043465114581
সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় সবসময়ই তৎপর বিদ্যা সিনহা মিম। অভিনেত্রী পবিত্র রমজান মাসে প্রথম ইফতারের ছবি পোস্ট করে লিখেছেন, "প্রথম ইফতার উষ্ণতা এবং শান্তিতে কাটালাম।"
বহুদিন ধরেই এই রীতি মেনে চলেছেন ‘পরাণ’ অভিনেত্রী। এই পোস্টের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মিম।
অভিনেত্রীর পুরো পরিবারের সঙ্গে ইফতার করার ছবি নেটিজেনরা পছন্দ করেছে। অনেকেই প্রশংসা করে মন্তব্য করেছেন।
ছবিতে মিম, তার স্বামী, বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের দেখা গেছে। যেখানে তাদের ঘরোয়া পরিবেশে একসঙ্গে ঐতিহ্যবাহী ইফতার করতে দেখা যায়।
মিম প্রতিটি ধর্মীয় উৎসবে তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা পাঠান।
এসআর