
.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নাট্যোৎসব হয় ঝিনাইদহে শুক্রবার রাতে। ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ স্লোগানে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করে ঝিনাইদহ শিশু কিশোর নাট্যদল ও অংকুর নাট্য একাডেমি। শিশু-কিশোর নাট্যদলের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ মিজান, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস।
অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ শিশু-কিশোর নাট্যদলের সাধারণ সম্পাদক মীর আব্দুল মান্নান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চায়িত হয় খান শওকত রচিত নাটক ‘হৃদয়ে বঙ্গবন্ধু, ‘শহীদ রাসেল’, ‘খুনি মুস্তাক’ ও ‘আমার বাড়ি টুঙ্গিপাড়া’। নাটকগুলো পরিবেশন করে অংকুর নাট্য একাডেমি, ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহ শিশু-কিশোর নাট্যদল ও হ্যাভেন ইন্টারন্যাশনার স্কুলের শিক্ষার্থীরা।