ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জাবিতে মূকাভিনয় উৎসব শুরু

​​​​​​​সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:২৩, ১৭ মার্চ ২০২৩

জাবিতে মূকাভিনয় উৎসব শুরু

.

আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব ২০২৩ শুরু হয়েছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার। সেলিম আল দীন মুক্ত মঞ্চে বিকেলে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . নূরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক (প্রশাসন), অধ্যাপক . রতন সিদ্দিকী, মূকাভিনেতা শুভাশীষ ভৌমিক বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ধীমান সাহা জুয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন . স্রাফিল আহমেদ রঙ্গন। ্যালি, প্রাজ্ঞ আলোচনা, আকাশ সরকার তার দলের নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় উদ্বোধনী পর্ব। এরপর ছিল মূকাভিনয় প্রদর্শন।

উৎসবে আয়োজক দল রঙ্গন মাইম একাডেমিসহ মোট একুশটি দল অংশগ্রহণ করে। উৎসবে সেমিনারে প্রবন্ধ  উপস্থাপন করেন স্বপ্নদলের সম্পাদক নাট্যজন জাহিদ রিপন। উৎসব আয়োজক দল রঙ্গন মাইম একাডেমির পরিচালক এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের চেয়ারম্যান . স্রাফিল আহমেদ রঙ্গন বলেন, মোট কথা, দুদিনব্যাপী এই আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবে আমাদের প্রচেষ্টা থাকবে, মূকাভিনয়ের মধ্যে দিয়ে প্রান্তিকের সঙ্গে আন্তর্জাতিকের বলিষ্ট সমন্বয় সাধন।

×