
সানি লিওন
সমুদ্রের জলরাশি এসে ভেঙে পড়ছে বালুতটে। সেখানেই গেরুয়া পোশাকের ঝালর বিছিয়ে শুয়ে আছেন সানি লিওন। দু একটি বড় ঢেউ তার শরীরের উপর এসে পড়ছে। এলোমেলো হয়ে যাচ্ছে বস্ত্র।
সানিকে ভাসিয়ে নিয়ে যেতে চাইছে উদ্দাম স্রোত। অভিনেত্রীও প্রস্তুত, সমুদ্রের কাছে নিজেকে সঁপে দিয়েছেন যেন। ঢেউগুলিকে ‘আয় আয়’ করে আহ্বান জানাচ্ছেন। সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যেখানেই সমুদ্র সেখানেই সানি। প্রায়ই নির্জন দ্বীপে উড়ে যান অভিনেত্রী। সমুদ্রের পাড়ে মোহময়ী আবেদন ছড়ান। তবে এই সমুদ্র ঘরের কাছেই।
Paani aa aa aa aayaaaa 😂😂
— Sunny Leone (@SunnyLeone) December 15, 2022
.
.@MTVSplitsvilla @MTVIndia #MTVSplitsvillaX4 #MTVSplitsvilla #Splitsvilla pic.twitter.com/wJVDu3b9TC
বৃহস্পতিবার মুম্বাইয়ের জুহু সৈকতে জলকেলির ভিডিও পোস্ট করলেন সানি। নোনাজলে ভিজে সপসপে হয়ে উঠে বসে ক্যামেরায় পোজ দিতে দেখা যায় তারকাকে।
ক্যাপশনে ট্যাগ দেখে বোঝা যায়, রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’র শুটিং চলছিল। সেটের সামনেই সমুদ্র। সেখান থেকেই মায়াবী সমুদ্র স্নানের দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন চিত্রগ্রাহকরা।
এসআর