
.
দুর্গাপূজা থেকে শুরু হয় যাত্রাশিল্পের নতুন মৌসুম। কিন্তু কয়েকবছর যাবত দুর্গাপূজায় যাত্রাগান হচ্ছে না। শিল্পকলা একাডেমি থেকে নিবন্ধিত যাত্রাদলগুলোও অনুষ্ঠানের অনুমতি পাচ্ছে না। যাত্রাপালা মঞ্চায়নে প্রশাসনিক হয়রানি নিরসনকল্পে যাত্রাশিল্প মালিক সমিতি মানববন্ধন করে রবিবার। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে ৬ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, শহর-বন্দর-গ্রামে গঞ্জে যাত্রানুষ্ঠানের ব্যাপক অনুমতি প্রদানের জন্য প্রত্যেক জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া, প্রতিটি জেলা উপজেলায় যাত্রা প্যান্ডেল নির্মাণের উদ্যোগ নেয়া, অসচ্ছল সংস্কৃতি সেবীর জন্য ভাতা প্রদানের ক্ষেত্রে যাত্রাশিল্পীদের জন্য পৃথক কোটার ব্যবস্থা করা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি এম.এ মান্নান, সাধারণ সম্পাদক এম. আলম লাবলু, পিএইচ আজাদ আবুল কালাম, গাজী আনোয়ার, নায়িকা দিপ্তি রানী, হাসান, মনির হোসেন, আব্দুর রাজ্জাক ও মিলন কান্তি দে প্রমুখ। ঢাকা-নরসিংদী-নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার দল মালিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।