ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ঢাকার মঞ্চে লোকনাট্য দলের ‘তপস্বী ও তরঙ্গনী’

প্রকাশিত: ১৮:১০, ২৩ জুলাই ২০২২; আপডেট: ১৮:১১, ২৩ জুলাই ২০২২

ঢাকার মঞ্চে লোকনাট্য দলের ‘তপস্বী ও তরঙ্গনী’

নাটক  ‘তপস্বী ও তরঙ্গনী’ 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হয় লোকনাট্য দলের নবতম প্রযোজনা ‘তপস্বী ও তরঙ্গিণী’। বুদ্ধদেব বসু রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী।

২২ জুলাই সন্ধ্যা ৭টায়  নাটকটি অনুষ্টিত হয়। এটির বিভিন্ন চরিত্র রূপদান করেছেন- স্বদেশ দাসগুপ্ত, রুবেল শঙ্কর, আবু বকর বকশী, মাসউদ সুমন, ফারহানা মিলি, শামীমা তুষ্টি, মুমু মাসউদ, মূসা রুবেল, মাশরুবা যুথি, অনন্যা নিশি ও মিতু রহমান। নাটকটির পোশাক পরিকল্পনা ও আবহ সংগীত পরিচালনা করেছেন ইয়াসমীন আলী। নির্দেশনার পাশাপাশি নাটকের মঞ্চ পরিকল্পনাও করেছেন লিয়াকত আলী লাকী।

উল্লেখ্য, আমেরিকান অ্যাসোসিয়েশন অব কমিউনিটি থিয়েটারের আমন্ত্রণে সম্প্রতি নাটকটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক থিয়েটার উৎসবে মঞ্চায়িত হয় এবং দুটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করে। পরবর্তীতে গত ২৮ জুলাই নিউইয়র্কের বাংলাভাষী দর্শকদের আমন্ত্রণেও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

×