ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তরুণ মজুমদারের স্মৃতিচারণায় আবেগী ঋতুপর্ণা

প্রকাশিত: ২১:১৮, ৪ জুলাই ২০২২

তরুণ মজুমদারের স্মৃতিচারণায় আবেগী ঋতুপর্ণা

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও পরিচালক তরুণ মজুমদার

আলো দিয়ে শুরু তাদের পথচলা এরপর চাঁদের বাড়ি এবং ভালোবাসার বাড়িতে তরুণ মজুমদারের নায়িকা হিসাবে দেখা গেছে ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রিয় পরিচালকের অসুস্থতার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেছিলেন নায়িকা আজ তার প্রয়াণের খবরে শোকবিহ্বল তিনি অসংখ্য স্মৃতি আছে মনের মধ্যে ভারাক্রান্ত মন, তবুও বিদেশে থাকায় শেষবারের মতো পরিচালকতে দেখতে পারলেন না তিনি।

তিনি জানান, তরুণ মজুমদার নেই, এই কথাটা ভাবতেও খুব কষ্ট হচ্ছে কারণ উনি ছিলেন একটা প্রতিষ্ঠান অনেক বড় বড় মাপের কাজ করেছেন তিনি। তার কীর্তিতে, তার সৃষ্টিতে, মননে আমরা সমৃদ্ধ আমার মনে হয় তার মতো দৃষ্টিভঙ্গি খুব কম মানুষের আছে

 

ঋতুপর্ণা আরও বলেন, তিনি অসম্ভব দৃঢ়চেতা মানুষ ছিলেন আমি যে তাকে কাছ থেকে দেখতে পেয়েছি, এই আমার পরম পাওয়া  আলো বাংলা সিনেমার ইতিহাসে একটা নজির গড়েছে 

তারপর অসম্ভব সুন্দর একটি ছবি চাঁদের বাড়িতাতে অনেক শিল্পী ছিলেন, আমিও ছিলাম পারিবারিক বন্ধন, ভালবাসার কীভাবে মূল্যায়ন করতে হয়, সেটা তরুণ মজুমদারের থেকে ভালো বোধহয় কেউ জানতেন না

তারপর ওনার সঙ্গে করেছিলাম ভালবাসার বাড়ি ভালবাসার সংসার তার ভিতরের গল্প কী যে অসাধারণ!

কত বিষয় নিয়ে কাজ করেছেন, মানুষকে কত কিছু বুঝিয়েছেন ছবির মাধ্যমে আজ আমি মর্মাহত আজ অনেক দূরে আছি, বিদেশে তাই ছুটে যেতে পারলাম না কিন্তু আমার মন ছুটে গেছে তার কাছে

সূত্র: হিন্দুস্তান টাইমস

×