ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জাবিতে চারুকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী

প্রকাশিত: ০৩:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০১৮

জাবিতে চারুকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে প্রথম বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পুরাতন কলা ভবনে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি এম এম ময়েজউদ্দিন। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিল্পী তাঁর কাজের মধ্য দিয়ে নিজেকে তুলে ধরেন। মহান সৃষ্টিকর্মের জন্য সাধনার প্রয়োজন। সাধনাই শিল্পীকে যুগ থেকে যুগান্তর বাঁচিয়ে রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক বলেন, শিল্পীর মনের ভেতর যা অনুভূত হয়, তুলির মাধ্যমে তিনি তা তুলে ধরেন। অপর বিশেষ অতিথি শিল্পী শহীদ কবীর বলেন, শিল্পী দেশকে আহার দিতে পারে না বটে, তবে দেশকে রক্ষা করতে পারেন। এবারের প্রথম বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে শিক্ষার্থীদের শিল্পকর্ম থেকে দুটি ডিসিপ্লিনে দুটি নিরীক্ষাধর্মী শ্রেষ্ঠ পুরস্কার, তিনটি সম্মান স্মৃতি পুরস্কার, পাঁচটি মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার মিলিয়ে মোট দশটি পুরস্কার প্রদান করা হয়। স্মৃতি পুরস্কারগুলো দেশের প্রথিতযশা তিন শিল্পগুরু শিল্পী কামরুল হাসান, শিল্পী শফিউদ্দীন আহমেদ ও শিল্পী এস এম সুলতানের স্মৃতিতে দেয়া হয়। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে স্মারক ও সনদপত্র প্রদান করেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেনÑ বিএফএ সম্মান প্রথম বর্ষের অমিয় রায় (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার-পেন্সিল), বিএফএ সম্মান চতুর্থ বর্ষের মিল্টন সরকার (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার- জলরং), বিএফএ সম্মান চতুর্থ বর্ষের রাফাত আহমেদ বাঁধন (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার-তেল রং) বিএফএ সম্মান চতুর্থ বর্ষের ফারিহা ইসলাম (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার-ট্যাপেস্ট্রি), বিএফএ সম্মান চতুর্থ বর্ষের মঞ্জুরুল ইসলাম (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার-মেটাল), বিএফএ সম্মান ৪র্থ বর্ষের জান্নাতী খাতুন সাথী (নিরীক্ষাধর্মী শ্রেষ্ঠ পুরস্কার-চিত্রকলা), বিএফএ সম্মান ৪র্থ বর্ষের জহিরুল ইসলাম (নিরীক্ষাধর্মী শ্রেষ্ঠ পুরস্কার-কারুকলা), বিএফএ সম্মান তৃতীয় বর্ষের জান্নাতুল তামান্না লিজা (শিল্পী কামরুল হাসান স্মৃতি পুরস্কার-চিত্রকলা), বিএফএ সম্মান ৪র্থ বর্ষের অনিন্দিতা হাবিব (শিল্পী এস এম সুলতান স্মৃতি পুরস্কার- চিত্রকলা), বিএফএ সম্মান তৃতীয় বর্ষের তাহমিনা প্রধান (শিল্পী শফিউদ্দীন আহমেদ স্মৃতি পুরস্কার- কারুকলা)। এই প্রদর্শনীতে ৭৪ শিক্ষার্থী এবং সাত শিক্ষকের শিল্পকর্মসহ শতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে। এই প্রদর্শনীর আয়োজনের মধ্য দিয়েই জাবি চারুকলা বিভাগের জয়নুল ড্রইং স্টুডিওটির উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
×