ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৈশাখী ফ্যাশন ফেস্টিভ্যাল শুরু হচ্ছে ৩ এপ্রিল

প্রকাশিত: ২৩:৪৮, ৩১ মার্চ ২০১৭

বৈশাখী ফ্যাশন ফেস্টিভ্যাল শুরু হচ্ছে ৩ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী ফ্যাশন ফেস্টিভ্যাল শুরু হচ্ছে ৩ এপ্রিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় নতুন নকশা ও ঢঙের দেশিয় পোশাকের সম্ভার নিয়ে পাঁচ দিনের এ উৎসবের আয়োজন করেছে ফ্যাশন এন্টারপ্রেনারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি)। এ উপলক্ষে রাজধানীর এক রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন হয় আজ শুক্রবার দুপুরে। এতে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ, শাহাদাৎ চৌধুরীর কন্যা সাশা চৌধুরী, টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধীকারি মুনিরা এমদাদ, ফ্যাশন-শো’র কোরিওগ্রাফার আজরা মাহমুদ, এফইএবি’র সভাপতি আজহারুল হক আজাদ, সহ-সভাপতি শাহীন আহম্মেদ প্রমুখ। সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো ফ্যাশন সাংবাদিকতার পথিকৃত, মুক্তিযোদ্ধা ও সাপ্তাহিক বিচিত্রা সম্পাদক শাহাদাত চৌধুরী’র নামে আজীবন সম্মাননা পুরষ্কার ঘোষণা করা হয়। উদ্যোক্তা ক্যাটাগরিতে এবার সম্মাননা পেলেন নিপুন ক্রাফটসের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুর রহমান ফারুক ও ডিজাইনার ক্যাটাগরিতে সম্মাননা পেলেন চন্দ্র শেখর সাহা। জানানো হয়, ফ্যাশন ফেস্টিভ্যালের উদ্বোধনী দিনে দুই বিজয়ীর হাতে সম্মাননা ও নগদ অর্থ তুলে দেয়া হবে। উদ্বোধনি দিনে উৎসব প্রাঙ্গনে থাকবে দেশের শীর্ষ কোরিওগ্রাফার আজরা’র পরিকল্পনায় উজ্জ্বল এক ঝাক মডেলের অংশগ্রহণে নজরকাড়া ফ্যাশন শো। নতুন বছরে ফ্যাশনপ্রেমীদের জন্য রকমারি নতুন আয়োজন নিয়ে টাঙ্গাইল শাড়ি কুটির, কে ক্রাফট, শৈল্পিক ক্রাফট, মিয়া বিবি, এবি ফ্যাশন মেকার, এম ক্রাফট, রঙ বাংলাদেশ, অঞ্জনস, সাদাকালো, কুমুদিনী, বাংলার মেলা, দেশাল, কাপড় ই বাংলা, সৃষ্টি, নন্দন কুটির, নিপুণ ক্রাফট, অরণ্য ক্রাফট, নিত্য উপহার, শিবনী, মেঘ, ফোর ডাইমেনশনস সহ ফ্যাশন ভুবনের শীর্ষ ব্র্যান্ডগুলো এই আয়োজনে অংশ নিচ্ছে বলেও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। আজহারুল হক আজাদ বলেন, পাঁচ দিনের এই ফ্যাশন ফেস্টিভ্যালের মূল লক্ষ দেশিয় পোষাকের ব্যাবহার নিশ্চিত করতে সকলের সচেতনতা এবং দেশের পোষাকে হোক আমাদের ফ্যাশন।
×