ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

অবশেষে মুক্তি পাচ্ছে ‘রঙবাজার’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭, ৩ জুলাই ২০২৫

অবশেষে মুক্তি পাচ্ছে ‘রঙবাজার’

নতুন সিনেমা ‘রঙবাজার’

নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’। এতে উঠে এসেছে ৪০০ বছরের পুরানো যৌনপল্লি এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার গল্প। তামজিদ অতুলের গল্পে এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘রঙবাজার’ সিনেমার শূটিং শুরু হয়েছিল ২০২২ সালে। বেশিরভাগ দৃশ্যধারণ হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে। দুর্গোৎসবে মুক্তি পেতে যাচ্ছে রাশিদ পলাশের সিনেমা ‘রঙবাজার’। অবশেষে সিনেমাটি মুক্তির বিষয়ে রাশিদ পলাশ বলেন, অনেক আগেই সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত ছিল। প্রযোজনা সংস্থা সঠিক সময়ের অপেক্ষা করছিল।

কারণ, এটি সব বয়সীদের জন্য নয়। একটি নির্দিষ্ট শ্রেণিকে লক্ষ্য করেই নির্মিত হয়েছে। গত বছর মুক্তির পরিকল্পনা করলেও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে তা সম্ভব হয়নি। তাই দুর্গাপূজায় মুক্তি দিতে চাই। কারণ, দুর্গাপূজা আমার জন্য বিশেষ। এই উৎসবেই আমার ‘পদ্মাপুরাণ’ মুক্তি পেয়েছিল। আশা করছি এবারও দর্শকের ভালোবাসা পাব।
সিনেমার গল্প প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, যৌনপল্লিকে নিয়ে এই সিনেমার গল্প। সভ্য সমাজ এই পেশাকে সব সময় অন্য চোখে দেখে। সময়ের সঙ্গে এই পেশারও রং পাল্টেছে, সেটাই তুলে ধরা হয়েছে সিনেমায়। টানবাজারের (নারায়ণগঞ্জের এক সময়ের যৌনপল্লি) উচ্ছেদ-পরবর্তী কী পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা আমরা সিনেমায় তুলে ধরেছি।  এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, শাহজাহান সম্রাট, মৌসুমী হামিদ, মানিক সাহা, লুৎফুর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

×