
বর্ষা ও অনন্ত জলিল
সংস্কৃতি প্রতিবেদক ॥ চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সর্বশেষ সিনেমা ‘কিল হিম ২’ মুক্তি পায় রোজার ঈদে। সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। এ ছবির মাধ্যমে প্রথমবার নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেছেন অনন্ত। এ সিনেমায় আরও অভিনয় করেছেন, রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, ভারতের রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকে। এবার ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল নির্মাণ করতে চান ‘কিল হিম ২’। রবিবার গণমাধ্যমকে বিষয়টি জানান পরিচালক নিজেই। জানান, আগামী বছরের শুরুতে ‘কিল হিম-২’ সিনেমার দৃশ্যধারণ শুরু করবেন তিনি। সামনের বছর কোরবানির ঈদে ‘কিল হিম-২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, সিনেমার গল্প লেখার কাজ শেষ। সেটির গল্প অনন্ত জলিল ভাইকে শুনিয়েছি। সব ঠিক থাকলে জানুয়ারি থেকে শূটিং শুরু করব সিনেমার প্রধান চরিত্রে অনন্ত জলিল থাকবেন। বাকি চরিত্রে কে থাকবেন- তা নিয়ে ভাবছি। বিদেশে ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় দৃশ্যধারণের পরিকল্পনার কথা জানালেন মোহাম্মদ ইকবাল।
এদিকে ইকবালের পরিচালনায় ‘ডেডবডি’ সিনেমার শূটিং সম্পন্ন হয়েছে। আসছে ঈদে এটি মুক্তি দেওয়া হবে বলে জানান এ নির্মাতা। এ সিনেমায় কলকাতার চিত্রনায়িকা অন্বেষা-শ্যামল মওলা অভিনয় করছেন। ‘ডেডবডি’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন ওমর সানী, রোশান, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ অনেকে।