ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৫৮ দশমিক ২২ শতাংশ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

প্রকাশিত: ১৭:০২, ১০ জুলাই ২০২৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৫৮ দশমিক ২২ শতাংশ

ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৬ হাজার ৬৭৮ জন। এর মধ্যে ছেলে ২৯ হাজার ৬১২ এবং মেয়ে ৩১ হাজার ৮৪৪ জন। মোট পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন। পাশ করেছে ৬১ হাজার ৪৫৬জন।

বিগত কয়েক বছরের তুলনায় ফলাফল কিছুটা খারাপ হয়েছে দেশের সর্বকনিষ্ঠ এই শিক্ষা বোর্ডের।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে ভালো করেছে জামালপুর জেলা, পাশের হার ৬০.১৯%। সবচেয়ে খারাপ করেছে শেরপুর জেলা, পাশের হার ৫৩.৭৪ %। এছাড়া নেত্রকোনা জেলার পাশের হার ৫৯ দশমিক ৫৮ % এবং ময়মনসিংহ জেলার পাশের হার ৫৭ দশমিক ৯০%।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী গুণমাণ নিশ্চিত করে ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানান বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শহিদুল্লাহ। আগামীতে পড়াশোনার মান বাড়ানো ও ফলাফল (পাশের হার) বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বাবুল হোসেন/রাকিব

×