
ছবি: প্রতীকী
আইইএলটিএস (IELTS) পরীক্ষায় বাংলাদেশে নতুন নিয়ম চালু হচ্ছে। ২০২৪ সালের ২৫ জানুয়ারি থেকে লিসেনিং, রিডিং এবং রাইটিং অংশে বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে।
ফলে, পেনসিল ব্যবহারের সুযোগ আর থাকছে না। পরীক্ষার জন্য কলম সরবরাহ করবে কর্তৃপক্ষ। পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ছাড়া পরীক্ষার্থীদের কিছু আনা নিষিদ্ধ।
আইডিপি আইইএলটিএসের প্রধান ইলোরা শাহাব শর্মী জানান, পরীক্ষার স্বচ্ছতা বাড়ানো ও সময় সাশ্রয়ের জন্য এই পরিবর্তন আনা হয়েছে। তবে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
পেনসিলের অভ্যাসে থাকা শিক্ষার্থীরা হঠাৎ নিয়ম বদলে দুশ্চিন্তায় পড়েছেন।
শিক্ষকদের মতে, কলমের ব্যবহার ভুল সংশোধনে সমস্যা সৃষ্টি করতে পারে।
মেহেদী কাউসার